• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১

কৃতি প্রবল বিতর্কের মুখে

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

বিনোদন: আবার খবরের শিরোনামে কৃতী শ্যানন। তবে সিনেমা দিয়ে নয়, ধূমপানের ভিডিও ভাইরাল হওয়ায় প্রবল বিতর্কের মুখে অভিনেত্রী। কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকেই ভিডিওটি প্রকাশ্যে আসে। কৃতি শ্যানন তাঁর অভিনীত আলোচিত সিনেমা ‘বেরেলি কি বরফি’ মুক্তির পরপর এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি ধূমপান করেন না। অভিনেত্রীর দাবি ছিল, ছবিতে শুধু চরিত্রের প্রয়োজনেই তাঁকে সিগারেট হাতে নিতে হয়েছিল। যদিও তিনি চিরকালই ধূমপানের বিপক্ষে। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আলোড়ন ফেলে দিয়েছে। যে ভিডিওতে কমলা টপ ও জিনসের শর্টস পরে এক নারীকে ধূমপান করতে দেখা যাচ্ছে। সেই নারী নাকি কৃতী শ্যানন বলেই দাবি করেছেন নেটিজেনরা।’আর তাতেই হইচই পড়ে গিয়েছে। এ ঘটনা নিয়ে কৃতির বক্তব্য পাওয়া যায়নি। কৃতির ধূমপানের ভিডিওটি নিয়ে অনেক ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করলেও ভিডিওটি আদতে অভিনেত্রীর কি না, সেটা কেউই নিশ্চিত করতে পারেননি। গত শনিবার ছিল কৃতী শ্যাননের জন্মদিন, আর সেই জন্মদিন উদ্যাপনেই বোন নূপুর ও ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি। গুঞ্জন, ব্যবসায়ী কবিরের সঙ্গেই এ মুহূর্তে সম্পর্কে রয়েছেন কৃতী শ্যানন। এই ভাইরাল ভিডিও ঘিরে নেটিজেনরা তর্কবিতর্ক জুড়ে দিয়েছেন। কেউ কেউ যেমন ধূমপান করা নিয়ে কৃতির সমালোচনা করেছেন। কেউ আবার কৃতির হয়ে গলা ফাটিয়ে লিখেছেন,‘অনুমতি ছাড়া কোনো নামী ব্যক্তিত্বের এ ধরনের ভিডিও তোলা অন্যায়।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com