নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়াঃ কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ রাখতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রার্থীরা।
বুধবার রাতে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল) বড়ঘোপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময়কালে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদনে তাঁর সক্ষমতা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, দ্বীপে বিদ্যুতায়ন, গ্রামীণ রাস্তা ঘাটের উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, কুতুবদিয়া হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দ্বীপে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এছাড়াও তিনি টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এসময় প্রবীণ আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম কুতুবী, উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচছাফা প্রমূখ উপস্থিত ছিলেন।
একইদিন রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উড়োজাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আকবর খাঁন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সাংবাদিকদের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান।
পরের দিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বড়ঘোপ কলেজ গেইট এলাকায় নির্বাচনী ক্যাম্পে চেয়ারম্যানপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি তার বড়ভাই নির্মমভাবে হত্যার শিকার সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত এরশাদুল হাবিব রুবেল এর স্বপ্ন বাস্তবায়নে দ্বীপের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ঘোড়া মার্কায় জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি জানান, কুতুবদিয়ার ৯৫-৯৭% ভোটার তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।