• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪১
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

কারিনা কাপুর ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ মে, ২০২৪

বিনোদন: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউডে দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ার কারিনার। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই সন্তানের দায়িত্বশীল মা তিনি। এবার নায়িকার মুকুটে যোগ হলো নতুন পালক। ইউনিসেফ ইন্ডিয়ার নতুন জাতীয় দূত হিসেবে ঘোষণা করা হল কারিনা কাপুর খানের নাম। বিগত দশ বছর ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন কারিনা। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ। হয়ে গেলেন ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গত শনিবার নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান কাপুরকন্যা। পোস্টে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফ-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য়। গত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফ-এর সঙ্গে। বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি রোজ অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।’ কারিনা আরো লিখেছেন, ‘প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যত প্রাপ্য।’ সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করেছেন কারিনা। স¤প্রতি ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সমালোচকদেরও দারুণ প্রশংসা পান। এরপর ‘ক্রু’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন কারিনা। সিনেমাটিতে তাঁর সঙ্গে আরো অভিনয় করেছেন টাবু ও কৃতী স্যানন। কারিনার ঝুলিতে এখন আছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘টক্সিক’-এর প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। তবে যশের বিপরীতে অভিনয় করার অফার নাকচ করেছেন অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com