• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮

কারাগারে দাঙ্গায় তাজিকিস্তানে ৫ বন্দি নিহত

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : তাজিকিস্তানের ভাহদাত শহরের একটি কারাগার থেকে পালানোর চেষ্টার সময় সৃষ্ট দাঙ্গায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন কারাগারটির তিন কর্মচারী। দেশটির নিরাপত্তা সংস্থার দুটি সূত্র গতকাল মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, গত সোমবার নয়জন বন্দি ‘ঘরে তৈরি ছুরি’ নিয়ে কারারক্ষীদের উপর হামলা চালায়। তারা রক্ষীদের হত্যা করে দুশানবে থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) পূর্বে অবস্থিত পেনাল কলোনি থেকে পালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলার ফলে তিনজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছে, আহতদের মধ্যে কারা প্রশাসনের প্রধানও ছিলেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এই অঞ্চলের একজন বিশ্লেষক আন্দ্রেই সেরেঙ্কো বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা পালানোর চেষ্টা করেছিল। তারা কারাগারের উপরে কিছুক্ষণের জন্য আইএসের পতাকা উড়িয়েছে। এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। গত সোমবারের দাঙ্গার ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়। এর আগে, ২০১৯ সালে পেনাল কলোনি কারাগারে দাঙ্গায় ২৯ জন বন্দী এবং তিনজন রক্ষী নিহত হন। তাজিকিস্তান কর্তৃপক্ষ সে সময় বলেছিল, দাঙ্গাটি চরমপন্থি গোষ্ঠীর সদস্যদের প্ররোচনায় ঘটেছে। পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে। ২০১৮ সালে তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর খুজান্দের একটি কারাগারে দাঙ্গায় ২১ জন বন্দী এবং দুইজন রক্ষী নিহত হন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com