ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়ে কাঠগড়ায় পাকিস্তানের ক্রিকেট দল। সংবাদ সম্মেলনে অধিনায়ক শান মাসুদ নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন অকপটে। সেই সাথে ব্যর্থতার কারণ হিসেবে দুষলেন পরিকল্পনা ও খেলোয়াড়দের মানসিক বা শারীরিক ফিটনেসকে। দুই টেস্টেই ভালো শুরু করে তা দীর্ঘ সময় ধরে রাখতে পারেনি পাকিস্তান। খেলোয়াড়দের মানসিক বা শারীরিক ফিটনেসের কারণে এরকমটা হতে পারে জানিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান মাসুদ বলেন,‘আমরা টসে হেরে ব্যাট করতে নেমেছি দুইবারই। দুইবারই ভালো ব্যাট করলাম। প্রথম ম্যাচে ৪৪৮ করলাম। দ্বিতীয় ম্যাচে ২৭৪ করেছি। তাদের ২৬ রানে ৬ উইকেট পড়েছিল, এখানেই তো বুঝা যাচ্ছে পিচের প্রভাবটা। এরকম পিচে আমরা আগে ব্যাট করে ২৭৪ রান করেছি। ইতিবাচক দিক হচ্ছে আমাদের বোলিং, ব্যাটিংয়ে শুরুটা খুব ভালো হচ্ছে। কিন্তু চার-পাঁচ দিন ধরে খেলে যাওয়ার মত মানসিকতা বা ফিটনেস আমাদের হয়ত ছিল না। এখানেই পাকিস্তানের ক্রিকেটকে কাজ করতে হবে বলে আমার মনে হয়।’ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরেই সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্ট হারার পর তা আরো জোরালো হয়েছে। তবে তা সত্তে¡ও যতদিন অধিনায়ক আছেন দলের জন্য লড়ে যেতে চান শান মাসুদ। ‘আমি যেহেতু দায়িত্ব নিয়েছি এখানে দলকে সঠিক দিক নির্দেশনায় আমি নিয়ে যেতে চাই। হেরে গেলেও আমি দলের হয়ে লড়ে যেতে চাই। আমার সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যেতে চাই।’ বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। কেনো তাদের বিশ্রাম দেয়া হলো তার উত্তরে শান মাসুদ বলেন,‘দলের সেরা দুই পেসারকে বিশ্রাম দেওয়া কখনোই সহজ ব্যাপার নয়। সাথে সাথে অন্যদেরও তৈরি করতে হবে। হামজা, খুররামদের আমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে। তারাও তো অত বেশি ম্যাচ খেলেনি। সবকিছু ভাবতে হয়েছে আমাদের।’ বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট মিলিয়ে ৪ ইনিংসে মাত্র ৬৪ রান করেছে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। তবুও বাবরের প্রতি বিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক। ‘বাবর আজম অনেক রান করেছে। অনেক সময় ১০০, ১৫০ রান করেও খুশি হয় না। বাবর তিন ফরম্যাটে অনেক রান করেছে। প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। তাহলেই ভালো করা যাবে সামনে। আমার বাবরের প্রতি বিশ্বাস আছে। সে কাজ করে যাচ্ছে। যত দ্রæত সে ফিরে আসতে পারবে ততই পাকিস্তানের জন্য ভালো।’
https://www.kaabait.com