• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৬

কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে দুশ্চিন্তায়

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। ৪২ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করে ডিহাইড্রেশন হয়েছিল অভিনেত্রীর। সেই সঙ্গে পেটে অসহ্য ব্যথাও ছিল। এ ছাড়া প্রেসারও অতিরিক্ত কমে গিয়েছিল তার। নিজের এ অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন শ্রীময়ী। অভিনেত্রী বলেন, গত ‘শনিবার রাতে শুটিং করে বাড়ি ফেরার সময়ই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে। তখন অস্বস্তি হতে থাকে। সারাদিন ওআরএস খেয়েছি। পরে গত রোববার রাতে চোখে ঝাপসা দেখছিলাম, এ ছাড়া মাথাও ঘুরছিল খুব।’ শ্রীময়ীর কথায়, ‘সারা রাত ধরে বমি হয়েছে। শেষে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হলো।’ তিনি বলেন, ‘পরে ওই রাতেই কাঞ্চনের দাদা-বৌদি আমাকে হাসপাতালে নিয়ে যান। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছি। আশা করছি দ্রæতই বাড়ি ফিরতে পারব।’ এদিকে অভিনেত্রী হাসপাতালে ভর্তি হতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার পরে খাবার খেতে পারছিলেন না শ্রীময়ী। একটানা তাকে স্যালাইন দেওয়া হয়েছে। তবে এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। রক্তচাপও স্বাভাবিক হয়েছে। এ দিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত তার স্বামী তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। গত বৃহস্পতিবার সকালেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে কাঞ্চনকে। স্ত্রী হাসপাতালে, কাঞ্চন কী ভাবে সবদিক সামলাচ্ছেন? এ নিয়ে শ্রীময়ী বললেন, ‘হয় কাঞ্চন, না হলে মা এসে আমার সঙ্গে থাকছেন। গত বুধবার ও তো সারা রাত আমার কেবিনেই ছিল। গত বৃহস্পতিবার সকালে প্রচারে গিয়েছে।’ প্রসঙ্গত, এই মুহূর্তে সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com