• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭

কাজে ফিরেছে বাগেরহাটের পুলিশ

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ৯ টি থানা সহ জেলার সকল পুলিশি কার্যক্রমে যোগ দিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।  সোমবার  (১২ই আগষ্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানায় বাগেরহাট জেলা পুলিশ, সকাল থেকেই বাগেরহাটের নতুন পুলিশ লাইন থেকে পুলিশের গাড়িবহর বের হয়ে, বাগেরহাটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপরেদের নেতৃত্বে পুলিশের গাড়িবহর জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ন স্থানে অবস্থান করে এবং সাধারন জনগনের সাথে কথা বলেন এবং সাধারন জনগণকে আশ্বস্ত করেন যে তারা এখন থেকে জনগনের হয়ে কাজ করবেন। পুলিশ যে জনগনের বন্ধু সেটা এখন থেকে প্রমাণ করবেন।  এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, দেশের চলমান পরিস্থিতি কারণে গেল কয়েক দিন থেকে জেলায়  পুলিশি কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।  তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছি আমরা।  তবে আজ থেকে পুরোদমে জেলার সকল পুলিশী কার্যক্রম শুরু করা হয়েছে। ট্রাফিক বিভাগও তাদের কার্যক্রম শুরু করেছে। তিনি আরও জানান যেখানেই যাচ্ছেন জনগনের ব্যাপক সাড়া পাচ্ছেন। জনগনের প্রতি তিনি তাদেরকে আস্হায় নেওয়ার আহবানও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়।  ৫ আগস্টের পর পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com