• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

করণের সম্পর্কে প্রতারণা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বিনোদন: সমাজ ও ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মন্তব্য করতে কখনো পিছপা হন না বলিউড পরিচালক করণ জোহর। তবে অনেক সময়েই তাতে থাকে হেঁয়ালির ছোঁয়া। সমপ্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এবার সম্পর্ক নিয়ে তেমনই একটি পোস্ট করে নেটিজেনদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন এ বলি পরিচালক। করণ জোহর ইনস্টাগ্রামের স্টোরিতে ইংরেজিতে কয়েক লাইন লিখেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়— যখন আপনার প্রশিক্ষক আপনাকে একটা ‘চিট ডে’ দেন, তখন সেটি সম্পর্কের ক্ষেত্রে বর্তায় কিনা, সেটি তার জানার প্রয়োজন নেই। কিছু ঘটলে দোষ তার।
করণের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে চর্চা। অনেকেই তার পোস্ট করা লেখাটি ‘শেয়ার’ করেছেন। কেউ কেউ আবার করণ সম্পর্কে রয়েছেন বলেও উল্লেখ করেন। যদিও পরিচালক এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি। সমপ্রতি করণ জোহর তার প্রযোজনায় ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির নাম ঘোষণা করেছেন। এ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অভিনেতা কার্তিক আরিয়ান। উল্লেখ্য, এর আগে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেন পরিচালক করণ জোহর। কিন্তু পরে উভয়ের মতবিরোধের কারণে সেই ছবির কাজ আর শুরু হয়নি। নতুন করে করণ-কার্তিকের গাঁটছড়া প্রকাশ্যে আসার পর দুই তারকার অনুরাগীরাই তাদের সাধুবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com