• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭

কবে কোথায় হবে ফিনালিসিমা ?

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোপা আমেরিকা ও ইউরো শেষ। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দর্শকদের এবার অপেক্ষা ফিনালিসিমা। মূলত কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দলের মধ্যে যে লড়াই হয়, সেটাই ফিনালিসিমা। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ফিনালিসিমা কবে এবং কোথায় আয়োজন করা হবে সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি এখনো। ধারনা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে এই ফিনালিসিমা। আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা। যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রে হতে পারেনি ম্যাচটি। অবশ্য এর পেছনে যুক্তিও রয়েছে। এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল যুক্তরাষ্ট্র। যেখানে ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপকেন্দ্রিক ভাবনা থেকেই স্পেনও সেখানে খেলতে নাকি আগ্রহ দেখিয়েছে। গতবার ২০২২ সালে ১ জুন ফিনালিসিমা হয়েছিল। ওয়েম্বলিতে হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইতালিকে। ফিনালিসিমা প্রথমবার ১৯৮৫ সালে হয়েছিল। সেবার উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। দ্বিতীয়বার ১৯৯৩ সালে ডেনমার্ককে হারিয়ে চ্যাস্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার হতে যাচ্ছে ফিনালিসিমার চতুর্থ আসর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com