ফেরদৌস খান, দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে কোন কবরস্থান না থাকায় গ্রামবাসীর উদ্যোগে একটি কবরস্থান স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে গ্রামের বাসিন্দা মোঃ আজিজুর রহমান পিকু তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ১৬ শতক জমি জান্নাতুল বাকি কবরস্থানের নামে দান করেন। যার ফলশ্রুতিতে গ্রামের মিতালী সংঘ ক্লাব মাঠ প্রাঙ্গনে গ্রামবাসীর উদ্যোগে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোল্লা রুহুল আমিন। সভায় বক্তব্য প্রদান করেন পারভেজ সাজ্জাদ বাবলা ,মোল্লা হারুন অর রশিদ, মোঃ কুদ্দুস খান, মোল্লা মাকসুদুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফেরদৌস হোসেন লিটু, গাজী নাজমুস সাকিব, মোঃ ফেরদৌস খান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ গোলাম নবী সেলিম সহ আরো অনেকে।