শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: দলের কর্মী হিসাবে নয় একজন হতদরিদ্র হিসাবে নিজেকে সরকারি অনুদানে প্রাপ্যতা দাবি করি। পাইকগাছা উপজেলা হরিঢালী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে সরকারী চাউলসহ
এমপি কোটার বিভিন্ন অনুদান বিতরণ হলেও এ অনুদান ভাগ্যে জোটেনি সুবিধা
বঞ্চিত যুবলীগ নেতা রবিউলের। ফলে যুবলীগ নেতা রবিউল ক্ষোভে দুঃখে
বেলা ১২ টার দিকে কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজের আকুলতা ব্যাক্ত
করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে
উপজেলার ১ নং হরিঢালী ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন
করে আসছি। তিনি বলেন, আমার মা ও বাবা কেউ নেই।আমার পিতার রেখে যাওয়া
বসতবাড়ি ছাড়া কিছুই নেই। আমি মনে প্রানে দলকে ভালোবেসে জীবনের প্রতিটি
মুহূর্ত দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত থেকে নিজেকে উৎসর্গ করছি। লিখিত বক্তব্যে তিনি
আরো বলেন অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিগত ইদুল ফিতর উপলক্ষে সরকারী অনুদান দেওয়া
হলেও আমার ভাগ্যে জোটেনি। বিভিন্ন নেতাকর্মীর কাছে খোঁজখবর নিয়ে জানতে
পারি হরিঢালী ইউনিয়নে তালিকা পাঠানো হয়েছে। কিন্তু আমার নাম তালিকাভুক্ত
করেননি স্থানীয় নেতৃবৃন্দ। তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি এমপি
মহোদয়ের কাছে জানালে তিনি বলেন আমার নাম তালিকাতে নেই। একজন
নিবেদিত কর্মী হিসাবে নয় একজন হতদরিদ্র হিসাবে নিজেকে প্রাপ্যতার দাবি করে
আগামীতে যেন আমার নাম তালিকাভূক্ত হয় তারজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ
কামনা করেছেন যুবলীগ নেতা রবিউল ইসলাম।
https://www.kaabait.com