কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি স্পোর্টস একাডেমির আয়োজনে শুক্রবার বিকাল ৩ টায় শেখ ইমাম উদ্দিন স্মতি (৩ লক্ষ টাকার) ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হবে । উক্ত খেলায় দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত যে দুটি দল অংশ গ্রহন করবে তার এক দিকে থাকবে এসবি আলী ফুটবল একাদশ খুলনা বনাম, মেহেরাব হোসেন ফুটবল একাদশ মাগুরা। খেলায় প্রধান অতিথি থাকবেন পাইকগাছা উপজেলা বিএনপিথর সাবেক ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, সম্মানীত অতিথি থাকবেন তরুন শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোঃ আব্দুল কাদের , বিশেষ অতিথি থাকবেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক ও চলার সাথীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুর রহমান, হরিঢালী ইউনিয়ন বিএনপিথর সাঃ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন , কপিলমুনি ইউনিয়ন বিএনপিথর সাঃ সম্পাদক সন্তোষ সরকার প্রমুখ। সভাপতিত্ব করবেন কপিলমুনি স্পোর্টস একাডেমির সভাপতি ও কে কে এসপিথর আহবায়ক এম আজাদ হোসেন ।
https://www.kaabait.com