• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৫১

কপিলমুনিতে পহেলা বৈশাখ উদযাপন

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিসঃ ‘জীর্ণ মলিন ঘুচে যাক, শুচি হোক ধরাথ এই কথা মনে ধারণ করে কপিলমুনিতে দিনব্যাপী
নানা কর্মসূচীর মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে কপিলমুনি সম্মিলীত বর্ষবরণ
উদ্ধসঢ়;যাপন কমিটি। কে কে এস পির ব্যবসাপনায় বর্ষবরণ কমিটির আয়োজনে দিনটিতে সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত সকল অনুষ্ঠানেই জনসমাগম ছিল চোখে পড়ার মত। সকাল সাড়ে ৭ টায়
প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাণীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কে কে এস পি,
বণিক সমিতি, সিটি প্রেসক্লাব , পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন,
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। সাড়ে ৮ টায় কপিলমুনি সহচরী বিদ্যা
মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে পান্তা ইলিশের আসর বসে। বিকাল ৫ টায় গ্রাম বাংলার
ঐতিহ্য ঢালী খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কে কে
এস পি র আহবায়ক এম আজাদ হোসেন বলেন, “এবারের বর্ষবরণ অনুষ্ঠানে জনমানুষের
উপসিতি ছিল অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি । কপিলমুনি এলাকার বিভিন্ন সংগঠন,
ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের একান্ত সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি সফল করতে পেরে
সকলকে অভিনন্দন জানাছি”। এভাবে সকলের সহযোগীতা পেলে হয়তো ভবিষ্যতে আরো ভালো
অনুষ্ঠান উপহার দিতে পারব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com