• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৬

কত টাকা পাবে সুপার কাপে শিরোপাজয়ী দল ?

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪

স্পোর্টস: ২০০৯ সালে কোটি টাকার সুপার কাপ আয়োজন করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ২০১১ ও ২০১৩ সালে আরও দুটি সংস্করণ হয়েছে। এরপর কালের গর্ভে হারিয়ে গেছে জমকালো এই টুর্নামেন্ট। দীর্ঘ ১৪ বছর পর আবারও আকর্ষণীয় এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন মৌসুমে ২০২৫ সালের মে মাসে সেটা করার জন্য আলাদা করে সূচিও ঠিক করেছে পেশাদার ফুটবল লিগ কমিটি। তার পরেও প্রশ্ন উঠেছে এই টুর্নামেন্ট ঘিরে। সুপার কাপে বিজয়ী দল এক কোটি টাকা পেতো। পরের দিকে সেটা ৫০ লাখ টাকায় নেমে আসে। এবার নতুন আয়োজনে শিরোপাজয়ী দল কী পাবে, এক কোটি নাকি ৫০ লাখ টাকা? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে লিগ কমিটি এখনও পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। তবে তাদের চিন্তা-ভাবনা শুরুর মতোই কোটি টাকার পুরস্কারের দিকে। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানএই প্রসঙ্গে বলেছেন, ‘আমরা লিগের পর পরবতী মৌসুমে সুপার কাপের জন্য সময় বরাদ্দ রেখেছি। লিগের শীর্ষ চারটি দল নিয়ে সুপার কাপ করবো। আর শিরোপাজয়ী দলকে কোটি টাকার পুরস্কার দেওয়ার ইচ্ছে আছে। কেননা শুরু থেকে এটাই দেওয়া হচ্ছিল। তবে সবকিছুই নির্ভর করছে স্পন্সরের ওপর। এ ছাড়া এই টুর্নামেন্টকে নতুন করে সাজাতে চাই। যেন ফুটবলে নতুন করে ব্র্যান্ডিং হয়।’ শুধু স্পন্সর নিশ্চিতকরণের বিষয়ই নয়, অক্টোবরে বাফুফের নির্বাচনের ঝামেলাও আছে। সেখানে নতুন কমিটিতে কারা আসেন তাদের ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে জানালেন ইমরুল হাসান, ‘আমরা কোটি টাকার সুপার কাপ করার জন্য এরইমধ্যে স্পন্সরের সঙ্গে প্রাথমিক আলোচনা করে রেখেছি। যেহেতু নতুন সূচি ঘোষণা করা হয়েছে। সেটাকে সামনে রেখেই আমরা এগোবো। তবে হ্যাঁ, নির্বাচনের পর লিগ কমিটিতে যদি পরিবর্তন আসেও, আশা করবো সুপার কাপ মাঠে গড়াবে। আমাদের পরিকল্পনাগুলো এগিয়ে নেবে। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।’ এবার চারটি দল নিয়ে সুপার কাপ আয়োজনের পরিকল্পনা। দলগুলো একে অন্যের সঙ্গে দুই বার মুখোমুখি হয়ে পয়েন্টধারী শীর্ষ দুটি দল আবার ফাইনাল খেলবে। প্রিমিয়ার লিগে অন্য দলগুলোকে সুযোগ না দেওয়ার পেছনে যুক্তি তুলে ধরে লিগ কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘আমরা চাই শীর্ষ চার দল থাকলে প্রতিদ্ব›িদ্বতা বাড়বে। দেখা গেলো বসুন্ধরা কিংস-আবাহনী, আবাহনী-মোহামেডান কিংবা কিংস-মোহামেডানের মতো দল দুবার করে মুখোমুখি হলো। তাতে করে ম্যাচগুলো বেশ আকর্ষণীয় হবে। দর্শকরাও উপভোগ করতে পারবে। সেই জায়গায় লিগের অন্য দলগুলো থাকলে তখন আকর্ষণ কমতে পারে। অনেকে ক্ষেত্রে একপেশে ম্যাচ হলে তখন সুপার কাপ আয়োজনে স্বার্থকতা কমতে পারে। তাই শীর্ষ চার দল নিয়ে হলে জমজমাট একটি টুর্নামেন্ট হবে বিশ্বাস আমাদের।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com