• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১২

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সূচি প্রকাশ বাংলাদেশের বিপক্ষে

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ মে, ২০২৪

স্পোর্টস: চলতি বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সূচিতে তিন সংস্করণের সিরিজই আছে। এই সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকেও আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সফরের সূচির সঙ্গে তাই এই দুই সিরিজের সূচিও প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে সেন্ট কিটসে। যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর হবে তিন ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্ট যাবে দুই দল। সেখানে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে। ক্যারিবিয়দের দক্ষিণ আফ্রিকা সিরিজ দুই ভাগে হবে। প্রথম ভাগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আবার আগস্টে হবে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি। এরপর ইংলিশদের বিপক্ষে অক্টোবর-নভেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com