• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

ওয়েস্টহ্যামের জালে লিভারপুলের ৫ গোল

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

লিভারপুলের জয়রথ ছুটছেই। শুধু জয় নয়, প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। সর্বশেষ তিন ম্যাচেই ১৪ গোল (৬, ৩, ৫) করেছে লিভারপুল। দাপুটে জয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৪৫। দুইয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৭। লিভারপুলের সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। গত রোববার ওয়েস্টহ্যামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে আরও এটি শো দেখিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ গোল করলেন মিশরীয় তারকা। প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেছেন ৮টি। ডাগআউটে ¯øটের প্রথম মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ২০তম লিগ শিরোপার দিকে ছুটছে লিভারপুল। ম্যাচ শেষে সালাহ বলেন, ‘আমার মনে একটাই কথা, আমি চাই লিভারপুল লিগ জিতুক এবং আমি এর অংশ হতে চাই। ট্রফি জেতার জন্য আমার সেরাটা দেবো। আরও কয়েকটি দল আমাদের সঙ্গে (লড়াইয়ে) আছে এবং আমাদের মনোযোগী এবং নম্র থাকতে হবে এবং পারফর্ম করে যেতে হবে। আমি আরও কিছুর জন্য (জয়) ক্ষুধার্ত।’ চলতি মৌসুম শেষ হলেই সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। মৌসুমের প্রায় অর্ধেকটা সময় চলে গেলেও এখন পর্যন্ত সালাহর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি লিভারপুল। যে কারণে আগামী মৌসুমে সালাহ লিভারপুলে থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। চুক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে সালাহ বলেন, ‘না, আমরা এটি থেকে অনেক দূরে এবং আমি মিডিয়াতে এ নিয়ে কিছু বলতে চাই না।’ ওয়েস্টহ্যামের বিপক্ষে প্রথম গোল করতে লিভারপুলের সময় লেগেছিল ৩০ মিনিট। এরপর আর অলরেডদের প্রতিরোধ করতে পারেনি ওয়েস্টহ্যাম। একের পর এক স্বাগতিকদের জালে বল জমা করেই চলছিল ¯øটের দল। লিভারপুলের হয়ে প্রথম গোল করেন লুইস দিয়াজ। বাকি গোলগুলো করেন- কোডি গাকপো (৪০ মিনিটে), মোহাম্মদ সালাহ (৪৪ মিনিটে), ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড (৫৪ মিনিটে) ও দিয়াগো জোতা (৮৪ মিনিটে)।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com