বিনোদন: মুক্তির পরপরই হইচই ফেলে দিয়েছিল দক্ষিণী ছবি ‘পুষ্পা’। অ্যাকশনধর্মী এ ছবির সংলাপ এখনও দর্শকের মুখে মুখে ফেরে। এবার আল্লু অর্জুন অভিনীত চরিত্রটির সঙ্গে নাম জড়াল অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। একটি ম্যাট্রেস ব্রান্ডের বিজ্ঞাপনে দেখা গেল, পুষ্পার কায়দায় সংলাপ বলছেন তিনি! গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার। আর এই বিজ্ঞাপনটি দেখে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী তারকা আল্লু। বাংলায় এল ‘পুষ্পা-২’র ‘স্বামী’ গানবাংলায় এল ‘পুষ্পা-২’র ‘স্বামী’ গান। ওই বিজ্ঞাপনে ভাঙা ভাঙা হিন্দিতে ক্রিকেটারের মুখে ‘ফায়ার হ্যায় ম্যায়’ সংলাপটি শুনে উচ্ছ¡সিত অভিনেতার অনুরাগীরা। কেউ বলছেন, ‘ভুল করে অস্ট্রেলিয়ায় জন্মেছেন ওয়ার্নার।’ কারও মতে, ‘ডেভিড অর্ধ ভারতীয় এবং অর্ধ অস্ট্রেলিয়ান।’ আবার একজনের কথায়, ‘সব সময়ের জন্য তিনি পুষ্পা। মাঝেমাঝে অস্ট্রেলীয় ক্রিকেটার।’ ইনস্টাগ্রামে শেয়ার করা ওয়ার্নারের ওই বিজ্ঞাপনের ভিডিও দেখে কমেন্ট বক্সে হাসিতে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন আল্লু। সঙ্গে জুড়ে দিয়েছেন আগুন ও থাম্বস আপের ইমোজি। অভিনেতার মন্তব্য ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় অনরাগীদের মাঝে। আর আল্লুর প্রতিক্রিয়ায় ক্রিকেটার লিখেছেন, ‘কী মজার! আপনিই সেরা।’ ‘পুষ্পা’র তৃতীয় কিস্তি আসছে যে নামে‘পুষ্পা’র তৃতীয় কিস্তি আসছে যে নামে। প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল গোটা বিশ্বের দর্শকের। এমনকি এর মাধ্যমেই সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেতা। ভারতের বক্স অফিসে সাড়ে তিনশ’ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল ছবিটি। এই ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’। আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এটি।
https://www.kaabait.com