বাংলাদেশের পুরুষ জাতীয় দলের ‘এ’ দলের সিরিজ প্রায়ই দেখা গেলেও নারীদের ‘এ’ দলের সিরিজ যেন অমাবশ্যার চাঁদ। এবার দেখা মিলেছে সেই অমাবশ্যার চাঁদের। শ্রীলঙ্কার নারী ‘এ’ দলের বিপক্ষে দুইটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। সফরের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দলের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। দলে অধিনায়ক হিসেবে আছেন রাবেয়া খান। জাতীয় দলের একগাদা ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তাররা রয়েছেন স্কোয়াডে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও জায়গা পেয়েছেন ‘এ’ দলে। এ ছাড়া নাহিদা আক্তার, রিতু মনিরাও দলে আছেন। অভিজ্ঞ পেসার জাহানারা আলমের সাথে তরুণ পেসার মারুফা আক্তারকেও স্কোয়াডে রাখা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ১২ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ১৩, ১৫, ১৭ এবং ১৯ সেপ্টেম্বর আয়োজিত হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি ম্যাচ। একনজরে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।
https://www.kaabait.com