• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:১১
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

ওয়ানডে ও টি-টোয়েন্টির খেলতে শ্রীলংকা যাচ্ছেন বাংলদেশ নারী ‘এ’

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের পুরুষ জাতীয় দলের ‘এ’ দলের সিরিজ প্রায়ই দেখা গেলেও নারীদের ‘এ’ দলের সিরিজ যেন অমাবশ্যার চাঁদ। এবার দেখা মিলেছে সেই অমাবশ্যার চাঁদের। শ্রীলঙ্কার নারী ‘এ’ দলের বিপক্ষে দুইটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। সফরের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দলের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। দলে অধিনায়ক হিসেবে আছেন রাবেয়া খান। জাতীয় দলের একগাদা ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তাররা রয়েছেন স্কোয়াডে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও জায়গা পেয়েছেন ‘এ’ দলে। এ ছাড়া নাহিদা আক্তার, রিতু মনিরাও দলে আছেন। অভিজ্ঞ পেসার জাহানারা আলমের সাথে তরুণ পেসার মারুফা আক্তারকেও স্কোয়াডে রাখা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ১২ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ১৩, ১৫, ১৭ এবং ১৯ সেপ্টেম্বর আয়োজিত হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি ম্যাচ। একনজরে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com