• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮

‘ওপেনহাইমার’র বাজিমাত অস্কারের মঞ্চে

প্রতিনিধি: / ৭৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কাঙ্খিত পুরষ্কার অস্কার। গত রোববার করা হয়েছে ৯৬তম অস্কারের। আর এ বছল অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। ‘ওপেনহেইমার’ মোট ১৩ টি মনোনয়ন পেয়েছিল। যার মধ্যে ৭ টি বিভাগে অস্কার জিতে নিয়েছে সিনেমাটি। সেরা সিনেমা, সেরা অভিনেতা ও সেরা পরিচালক, অরিজিনাল স্কোর, সেরা চিত্রসম্পাদনাসহ ৭টি বিভাগে অস্কার ঘরে তুলেছে বছরের আলোচিত সিনেমাটি। অস্কারের মঞ্চে পরিচালক হিসেবে এবারই প্রথম অস্কার ঘরে তুললেন ক্রিস্টোফার নোলান। একের পর এক অনবদ্য সিনেমা উপহার দিয়ে গিয়েছেন বছরের পর বছর। দ্য ডার্ক নাইট, ইন্টারস্টেলার, ইনসেপশন, টেনেট-এর মতো সিনেমা অস্কারের মনোনয়ন পেলেও নোলানের হাতে ধরা দেয়নি অস্কার। অবশেষে, ২২ বছরের সেই অপেক্ষার ইতি। ক্রিস্টোফার নোলানকে তাঁর বহু কাঙ্ক্ষিত অস্কার এনে দিল ‘ওপেনহাইমার’। নোলান ছাড়াও প্রথমবারের মতো অস্কারের স্বাদ পেলেন রবার্ট ডাউনি জুনিয়র। তিনি অ্যাকাডেমি পুরস্কারের জন্য তিনবার মনোনীত হয়েছেন। এবার ওপেনহাইমার থেকে সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন তিনি। রবার্ট ডাউনি জুনিয়র, সারা বিশ্বের কাছে ‘আয়রন ম্যান’ নামে সবচেয়ে বেশি জনপ্রিয়। এ বছর অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন ‘পুওর থিংস’ থেকে এমা স্টোন। সেরা সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য)। এছাড়াও গুরুত্বপূর্ণ ২৩টি শাখায় অস্কার ঘরে তুলেছে বছরের সেরারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর ৫টা) শুরু হয় পুরস্কার বিতরণ। চলচ্চিত্রে ২০২৩ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৬তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। গত বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ অস্কার সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই দায়িত্বে দেখা গেছে তাকে। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি স¤প্রচার করেছে অনুষ্ঠানটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com