• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:০০
সর্বশেষ :
পাইকগাছায় আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় চারজন ডাক্তার আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড

এস আলম ‘নিজেদের’ এফএসআইবি ব্যাংকের পর্ষদ থেকেও বাদ

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

অর্থনীতি: ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামি ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান। গত রোববার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এফএসআইবির পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১ জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রæপের একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এফএসআইবি। কিন্তু স¤প্রতি সরকার বদলের ফলে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে এস আলম থেকে মুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রæপের দখলে থাকা বাংলাদেশ ইসলামি ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামি ব্যাংক, গেøাবাল ইসলামি ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com