নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসআই শফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানায় অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার চন্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মকর্তা ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুরে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ওপর হামলা হতে পারে। তবে একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাহিনীর সব সদস্য গভীরভাবে মর্মাহত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
https://www.kaabait.com