• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

এভারটনকেও এখন ভয় পাচ্ছে ম্যানসিটি

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

এভারটনের বিপক্ষে জয়ের পাল্লাটা অবশ্য ম্যানচেস্টার সিটির দিকেই ভারী। ২০১৭ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এভারটনের বিপক্ষে ১৫ ম্যাচ খেলেছে ম্যানসিটি। তার মধ্যে একটিতেও হারেনি স্কাই ব্লুজরা। জিতেছে ১৩টি, ড্র করেছে ২টিতে। গেল ৭ বছরে ১৫ ম্যাচের মধ্যে ১৩ টিতেই হারানো এভারটনকেও এখন ভয় পায় ম্যানসিটি। ঠিক কতোটা দৈন্যদশার মধ্যে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এভারটনের মুখোমুখি হবে ম্যানসিটি। ঘরের মাঠের এই ম্যাচের আগে গতকাল বুধবার সংবাদ মাধ্যমকে পেপ গার্দিওলা বলেছেন এভারটন তাদের চেয়েও ভালো অবস্থায় রয়েছে। গার্দিওলা বলেন, ‘তারা আসলে যথাযথ প্রতিপক্ষ নয়। তাদের বিপক্ষে আমাদেরকেই সেরাটা দিয়ে খেলতে হবে। যদিও সেরা ফর্মে ফিরতে কিছুটা সময় লাগবে আমাদের। তার আগে আমাদেরকে জিততে হবে। যত দ্রুত সম্ভব জয়ে ফিরতে হবে। আমরা এভারটনের মুখোমুখি হব। বর্তমানে তারা ভালো অবস্থানে রয়েছে। তাদের রেজাল্ট ও পারফরম্যান্সই সেটার প্রমাণ।’ ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে আছে ম্যানসিটি। ১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ২৭ পয়েন্ট। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এভারটন অবশ্য আছে ১৫তম অবস্থানে। তবে সবশেষ দুই ম্যাচে তারা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসি ও তৃতীয় অবস্থানে থাকা আর্সেনালের সঙ্গে ড্র করেছে। সে কারণেই গার্দিওলার ম্যানসিটির সমীহ পাচ্ছে তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com