• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৯

একটি শিক্ষা-প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত ৫

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ওডেসার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৫ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছে রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল অ্যাকাডেমি ভবনের ছাঁদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকলকর্মীরা এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ¦লতে এবং আকাশের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে এছাড়া, একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায়। অপর একটি ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা তবে সেসব ছবি ও ফুটেজ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com