বিনোদন: বিষয়টি এমন নয়, তারা একসঙ্গে কাজ করা বন্ধ করেছেন! তবে সংখ্যার বিচারে অন্য অনেক তারকা দম্পতির তুলনায় কমই। টিভি নাটক আর ওয়েব কনটেন্টে মাঝে মাঝে দেখা গেলেও, একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে খুব একটা মেলে না দিনার-বিজরী দম্পতিকে। সেই বিবেচনায় আবারও একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হওয়ার বিষয়টি সংবাদপত্র হয়ে দর্শকদের জন্য ভালো খবর বটে। জানা গেছে, স¤প্রতি এই দম্পতিকে নিয়ে একটি আইসক্রিমের বিজ্ঞাপন বানিয়েছেন ইমন খান। লাইফ অব আ পিটুএল-এর ব্যানারে নির্মিত এই বিশেষ বিজ্ঞাপনটি যতটা না পণ্যের (আইসক্রিম), ততোটা সামাজিক সচেতনতার গল্পই বলার চেষ্টা করবে। জানান নির্মাতা ও শিল্পীদ্বয়। কাজটি প্রসঙ্গে বিজরী বরকতউল্লাহ বলেন, ‘এর আগে আমি আর দিনার কয়েকটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছি। যদিও আমাদের নাটকের সংখ্যা বেশি। কারণ নাটকে অভিনয়ে দিনার বেশি কমফোর্টেবল। তবে নতুন বিজ্ঞাপনটি যেহেতু অ্যাক্টিং বেজড। এ কারণে আমার এবং দিনারের ভীষণ ভালো লেগেছে।’ নির্মাতা ইমন বলেন, ‘সামাজিক সচেতনতামূলক এই বিজ্ঞাপনে মানুষের জীবনে সফলতার পাশাপাশি অ-সফলতাগুলো মেনে নেয়াটাও যে জরুরি- সে ব্যাপারে গুরুত্বপূর্ণ বার্তা দেয়ার চেষ্টা করেছি। নির্মাতা হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চেষ্টা করেছি কাজটিকে বিজ্ঞাপনের বাইরেও যতটা জীবনমুখী করা যায়। এ ক্ষেত্রে দিনার ভাই ও বিজরী আপু আমাদের দারুণ সাপোর্ট করেছেন, তাদের অভিনয় দিয়ে।’ নির্মাতা জানান, দ্রæতই বিজ্ঞাপনচিত্রটি দেখা যাবে টিভি পর্দায় ও সোশ্যাল হ্যান্ডেলে।
https://www.kaabait.com