• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৯

এইচপি চাপে রয়েছে

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

স্পোর্টস: পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে দারুণ অবস্থায় ছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে তৃতীয় দিন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে পাকিস্তানের দলটি। রোববার তৃতীয় দিন শেষে জয় থেকে ১৬০ রান পিছিয়ে তারা। হাতে আছে ৬ উইকেট। খুব স্বাভাবিক ভাবেই বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও এগিয়ে পাকিস্তান শাহিনস। ডারউইনে চার দিনের ম্যাচে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের ২৯৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে শাহিনস। প্রথম ইনিংস শেষে ৭৯ রানে এগিয়ে থাকা বিসিবির এইচপি দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২১৬ রানে। ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৬ রান। জিততে হলে বাকি ৬ উইকেটে শাহিনসকে করতে হবে আরও ১৬০ রান। দলটির দুই ওপেনার হাসিবউল্লাহ ও সাহেবজাদা ফারহানের ৯৬ রানের জুটিতেই ভিত পেয়ে যায় তারা। সাহেবজাদা ৬৮ রানে আউট হলে দিনশেষে ৪৪ রানে অপরাজিত থাকেন হাসিবউল্লাহ। বাকি তিন ব্যাটারের দুইজন রানের খাতা খুলতেই পারেননি, আরেকজন খেলেছেন ১৫ রানের ইনিংস। হাসিবউল্লাহর সাথে অপর প্রান্তে অপরাজিত আছেন তৈয়ব তাহির (৪)। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের চার উইকেটের দুটিই নিয়েছেন রেজাউর রহমান রাজা। বাকি দুটি উইকেট ভাগাভাগি করেছেন হাসান মুরাদ ও মাহমুদুল হাসান জয়। গতকাল রোববার সকালে ৩ উইকেটে ৮৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল এইচপি ইউনিট। ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা মাহমুদুল হাসান জয় ৬৫ রানে মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। জয়ের আউটের পর সাদমান ইসলাম অনিকের গোল্ডেন ডাকে খেই হারায় বিসিবির এইচপি দল। শাহাদাত হোসেন দিপু ও আইচ মোল্লার ষষ্ঠ উইকেটের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটছিল জয়রা। দলীয় ১৮০ রানে ভাঙে ৬৩ রানের গুরুত্বপূর্ণ এই জুটি। খুরাম শেহজাদের বলে ক্যাচ দেওয়ার আগে ৩৩ রান করেন দিপু। এরপর আইচ মোল্লার ৫৮ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ২১৬ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। এর আগে জয় ও আইচ মোল্লার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৫৮ রান করে বাংলাদেশ। পরে রিপন মন্ডল ও রেজাউলের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় শাহিনস।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com