বিনোদন: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বৃহস্পতিবার খবরটি প্রকাশ্যে আসার পর জোর চর্চা চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার ৫০তম সিনেমা ‘অযোগ্য’। এ সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বিস্ময় প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, এ খবর শুনে খুব অবাক হয়েছি। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো ধারনাই নেই। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি। ঋতুপর্ণা মনে করেন তার সঙ্গে অন্যায় হচ্ছে। তা উল্লেখ করে তিনি বলেন, সামনে আমার অনেকগুলো সিনেমা মুক্তি পাবে। তার মাঝে এমন খবর, মোটেই আমার জন্য ভালো নয়। আমার সম্মানহানি হলো। সারাজীবন পরিশ্রম করেছি। হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায়। আগামী বুধবার ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। তাহলে কি ইডির ডাকে উপস্থিত হবেন ঋতুপর্ণা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আইনজীবীর পরামর্শ নেব। ব্যাংকে লেনদেনের তথ্যর উপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। ২০১৯ সালে রোজ ভ্যালি কাÐে এ অভিনেত্রীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
https://www.kaabait.com