বিনোদন: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়াবী লুকের ছবি পোস্ট করে দর্শক হৃদয়ে ঝড় তোলেন।এই গ্রীষ্মের দাবদাহে ভেজা গায়ে মুক্তোর মালা জড়িয়ে নেটদুনিয়ায় আবারও উষ্ণতা ছড়ালেন ঋতাভরী। টলটলে সবুজ পানিতে থাই ¯িøট বø্যাক ড্রেসে তার মাঝে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী। আর তার এ রূপে যেন মন্ত্রমুগ্ধ ভক্তরা। সংবাদমাধ্যম অনুযায়ী,এক্স ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুট করেছিলেন ঋতাভরী। মুক্তোর এই মালায় তাকে সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তার পর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘ওগো বধূ সুন্দরী’ তিনি। এখন সিনেমা বেছেই করতে ভালোবাসেন ঋতাভরী। তাই তো ‘ব্রহ্মা জানের গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নেন।
https://www.kaabait.com