• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১০

উ.কোরিয়ার ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদে সমর্থন

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে। এ প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়া। সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া গত রোববার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে যে প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষকের মর্যাদায় ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ দিয়েছে এবং জাতিসঙ্ঘের ১৯৪তম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের বিড পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহবান জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাবটিকে সমর্থন করেছে এবং এটিকে সময়োপযোগী বলে মনে করেছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের দৃঢ় আকাক্সক্ষাকে প্রতিফলিত করে। বিবৃতিতে ‘দুই-রাষ্ট্র সমাধান নীতি’ -এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এক ইহুদি রাষ্ট্র নীতি’ -এর নিন্দা করা হয়েছে। একই সাথে ১৮ এপ্রিল জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে একটি প্রাসঙ্গিক খসড়া প্রস্তাবে ওয়াশিংটনের ভেটোর সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আহŸান জানিয়ে উত্তর কোরিয়া ফিলিস্তিনি জনগণের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এদিকে আরব ও ফিলিস্তিনের আনীত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি, আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউগিনি ও চেক প্রজাতন্ত্র। এছাড়া ২৫টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে। জাতিসঙ্ঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলছেন, এটা নিরাপত্তা পরিষদে আবারো ভোটের জন্য যে চেষ্টা তাদের, সেটাকে সমর্থন করবে। ‘ফিলিস্তিন জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে,’ এক বিবৃতিতে বলেন তিনি। অন্যদিকে জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলের দূত গিলাদ এরদান বলেছেন, সংস্থাটি একটি ‘সন্ত্রাসী রাষ্ট্রকে’ তাদের সাথে স্বাগত জানাল। সূত্র : আনাদোলু

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com