• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০

উর্বশী নিজের হয়ে সাফাই গাইলেন

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আতঙ্কে মুম্বাই শহর। এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বড় বড় তারকারাও। আর এ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে উদ্বেগ প্রকাশ করেন মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যের দিকে। উর্বশীর দাবিÑ তার ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা-মা দামি দামি উপহার দিয়েছেন তাকে। কিন্তু সাইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলো ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। তবে তার এ মন্তব্যের জন্য বলি অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে কটাক্ষ। সাইফের ঘটনার থেকেও তিনি নাকি তার হীরের আংটি প্রদর্শন করতে বেশি ব্যস্ত ছিলেনÑ এমনই মত নিন্দুকদের। এবার নিজের হয়ে সাফাই গাইলেন মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। ততক্ষণে গোটা বিষয়টি তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। উর্বশী রাউতেলা বলেন, কী উত্তর দিচ্ছি, সেটি নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবেÑ আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার ওপর ভোর ৪টার ঘটনা নিয়ে সকাল ৮টার সময় আমাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আমি সেই ভাবে কিছুই জানতাম না। এটুকুই মনে আছে, সেদিন ঘুম থেকে ওঠার পর শুনিÑ তিনি (সাইফ) আহত হয়েছেন। গোটা ঘটনার গুরুত্ব তখনো জানতাম না। ওর সঙ্গে ঠিক কী ঘটে গেছে, আমি তখনো পুরো বিষয়টি জানিই না। উর্বশী বলেন, তার ছবি ‘ডাকু মহারাজ’ কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বারবার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও ফের কথা বলেন। তিনি বলেন, বাবা-মাকে আমি খুব ভালোবাসি। মনে হয় ওরাই আমার ভগবান। তাই একটু বেশিই উত্তেজিত ছিলাম ওদের থেকে উপহার পেয়ে। অভিনেত্রী বলেন, নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সেদিন কিছু বলিনি। তেমন হলে ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com