• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৫৮

উরুগুয়ের ফুটবলারদের মারামারি কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

স্পোর্টস: উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠেছে কলম্বিয়া। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। এমন হারের পর অনাকাক্ষিত ঘটনা ঘটিয়েছে দেশটির ফুটবলাররা। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন দারউইন নুনেজ-হোসে মারিয়া গিমেনেজরা। ম্যাচে শেষ বাঁশি বাজতেই হতাশায় নুয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। তবে খানিক বাদেই দলের কয়েকজন ফুটবলার তেড়ে যান গ্যালারির দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। এই হাতাহাতি থামাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। ঘটনা স্বীকার করে দর্শকদের ওপর দায় চাপিয়েছেন গিমেনেজ। ব্রডকাস্টার চ্যানেলে তিনি বলেন, ‘আমাদের পরিবার গ্যালারিতে থাকে, সেখানে শিশুরা আছে। কিন্তু সেখানে কোন পুলিশ ছিলো না। আমরা আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতে চেয়েছি।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com