বিদেশ : পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। রোববার তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে, শিশু ও সাবেক বন্দিসহ ২৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সংগঠনটি জানিয়েছে, গত শনিবার ও রবিবারে তুলকারেম, কালকিলিয়া, জেরিকো, রামাল্লা, নাবলুস, হেব্রন, জেনিন ও অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে তাদেরকে আটক করা হয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, ৭ অক্টোবর থেকে আট হাজার ৫৭৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
https://www.kaabait.com