• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮

ইলন মাস্কের ট্রাম্পের সাক্ষাৎকার নিতে দেরি হলো যে কারণে

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিদেশ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার রাত ৮টায় সাক্ষাৎকার শুরু হয়। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয় সাক্ষাৎকারটি। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছেন ইলন মাস্ক। দুই ঘণ্টার কথোপকথনের শেষে মাস্ক ট্রাম্পের প্রতি তার সমর্থন জানান এবং মধ্যপন্থী ভোটারদের রিপাবলিকানদের প্রচারণাকে সমর্থন করার আহবানও জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় সোমবার মাস্ককে সাক্ষাৎকার দেবেন ট্রাম্প-এমন ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাক্ষাৎকারটি সরাসরি স¤প্রচারিত হবে। কিন্তু গতকাল মঙ্গলবার তা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। প্রায় ৪০ মিনিট পর সরাসরি সাক্ষাৎকারে আসেন ট্রাম্প ও মাস্ক। কিন্তু দর্শকদের অনেকেই তাদের কথা শুনতে পাচ্ছিলেন না। পরে ইলন মাস্ক এক্সে লেখেন, ‘এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার (ডি-ডস) হামলা হয়েছে। এটা ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে। ’ট্রাম্প ও ইলন মাস্কের এই সাক্ষাৎকার নিয়ে বিপুল আগ্রহ ছিল সাধারণ মানুষের। মাস্ক লিখেছেন, ‘এক সঙ্গে যাতে ৮০ লাখ মানুষ সাক্ষাৎকারটি দেখতে ও শুনতে পারেন, সেই কারিগরি প্রস্তুতি আমরা নিয়েছিলাম।’ দুইজনের মধ্যে কথোপকথন শুরু হওয়ার পর মাস্ক বলেন, ‘কথিত সাইবার হামলা দেখিয়ে দিয়েছে, ট্রাম্প যা বলেছেন তা শোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধিতা রয়েছে।’ এই প্রযুক্তিগত সমস্যা কী বা কারা হামলার পিছনে থাকতে পারে তা স্পষ্ট নয়। স¤প্রতি বিভিন্ন জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। গত কয়েক সপ্তাহে তিনি কয়েকটি সফল নির্বাচনী সভা করেছেন। এতে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ট্রাম্প ভোটারদের কাছে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। ২০২১ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর তাঁর উগ্র সমর্থকেরা পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা করেছিল। ওই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রাম্পের এক্স (তৎকালীন টুইটার) অ্যাকাউন্ট। এরপর ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর নাম রাখেন ‘এক্স’ এবং ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ২০২৩ সালের আগস্টে ট্রাম্প একবার এক্সে প্রবেশ করেছিলেন। তারপর দীর্ঘদিন সেটি আর ব্যবহার করেননি। টুইটার (তৎকালীন) অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর থেকে ট্রাম্প তাঁর নিজের তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেই সব পোস্ট করেন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com