ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পাড়েরহাটে আশ্রয়নের
প্রতি ঘরে বস্তাসহ চাষের জন্য আদা ও হলুদ বিতরন করেছে
উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।৫ মে উপজেলার
পাড়েরহাট আশ্রয়ন প্রকল্প বাসিন্দাদের জন্য ঘরপ্রতি
তিন বস্তায় চাষ যোগ্য আদা ও হলুদ বিতরন করা হয়। এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা
নির্বাহী অফিসার আবুবক্করা সিদ্দিকী। উপজেলা কৃষি
কর্মকর্তা কামরুন নেছা সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা শফিকুল ইসলাম। কৃষি কর্মকর্তা নিজ
আগ্রহে এর আগেও আশ্রয়ন প্রকল্পে বস্তা পদ্ধতিতে
মসলার চাষের জন্য আদা হলুদ বিতরন করেন। এই পদ্ধতিটি
বিভাগীয় পর্যায় ব্যাপক সুনাম অর্জন করে এবং কৃষক
পর্যায় অনেক জনপ্রিয় হয়েছে।। বিতরণ অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন উপসহ কারি কৃষি কর্মকর্তা ইব্রাহীম
সর্দার ও কেয়া শিকদার প্রমুখ।
https://www.kaabait.com