• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৭
সর্বশেষ :
ভোজ্যতেল নিয়ে দেশে তেলেসমতি চলছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের শঙ্কা পাইকগাছায় আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় চারজন ডাক্তার আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস

ইন্দুরকানীতে মাদ্রাসা সুপারের আপসারণের দাবিতে মানব বন্ধন

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী  এস দাখিল মাদ্রাসার সুপারেন্টেন তাজাম্বল হোসেনের অপসারন চেয়ে স্থানীয় জনতা ও অভিবাবক  শিক্ষক বৃন্দ মানববন্ধন করেন। ৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার  সকালে উপজেলার খেজুর তলা বাজার মাদ্রাসা সংলগ্ম রাস্তায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয।  উইপি সদস্য যোবায়ের তালুকদার, ও রফিকুল ইসলাম সহ এলাকার সাধারন জনতা বক্তব্য রাখেন। মাদ্রাসা সুপার তাজাম্বল হোসেন  দির্ঘদিন পর্যন্ত একক ক্ষমতায ব্যাবস্থাপনা কমিটিকে পাশকাটিয়ে নিয়োগ বানিজ্য,সহ নানা অনিয়ম করে আসছিল।বলে তার বিরুদ্ধর অভিযোগ রয়েছ।
 এসব  অভিযোগ সহ তার  বিরুদ্ধএকাধিক অভিযোগ রযেছ। মাদ্রাসার সাবেক  শিক্ষানুরাগী সদস্য আব্দুর রশিদ বলেন সুপার দলিয় প্রভাব খাটিয়ে নিয়োগ বানিয্যসহ একাধিক অপরাধ করে চলছে তাই আমরা তার অপসারন চাই যাতে প্রতিষ্ঠানটি রাহু মুক্ত হয় শিক্ষার পরিবেষ ফিরে আসে।
দাতা সদস্য ও উইপি সদস্য যোবায়ের তালুকদার বলেন দুর্নিতীবাজ সুপার তাজাম্বলের অপসারন না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাব সুপার প্রতিষ্টানের দশ বছর ধরে শিক্ষক নিয়োগ না করে ভোকেশনাল এসএসসি শাখায় কোন ক্লাশ নাকরে ভারাটে ছাত্র দিয়ে পরিক্ষা  গ্রহন করে অর্থ আত্মসাত করছে, মাদ্রাসকর পরিচালনা পরবষদ গঠনে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর জালকরে  গোপনে কমিটি গঠন করে,  দুইটি নিয়োগ দেয় সেখানে কয়েক লক্ষ টাকা ঘুষ গ্রণহন করে, অনেকের কাছথেকে নিয়োগ দেয়ার নামকরে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আরও অনেক অভিযোগতার বিরুদ্ধে রয়েছ।
কযেকদিন পূর্বে অভিবাবক গন সুপারের কার্য্যালয়ে তালা দিলে সেই দিন থেকে সুপার আর মাদ্রাসায় আসছেন না। অভিযোগের বিষয়ে সুপার তাজাম্বল হোসেনরে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com