ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ও সাংবাদিক শফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করায় ছাত্রলীগ নেতা সন্ত্রসী ইশাজের কঠোর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জিয়ানগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাটকরেন ছাত্র নেতা সহিদ দুল ইসলাম এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রনেতা আব্দুল্লা ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়,ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব,এসময় আহত শফিকুলের পিতা শহিদ শিকদার উপস্থিত হয়ে সন্ত্রসীদের আটককরে দ্রুত বিচার দাবি করেন।
, এছারা আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের নেতৃবিন্দ।
উলেখ্য গত কাল ১৪ আগস্ট রাতে উপজেলার ঘোষের হাট বাজারে স্থানীয় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ইশাজ, ছাত্রনেতা শফিককে হত্যার উদ্যেশে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।
পরে লোকজন শফিকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাযদার আলী জানান শফিকের শরিরে ৪০ টির অধিক সেলাই করা হয়েছ। বর্তমানে তিনি শংঙ্কামুক্ত আছেন।
এবিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযুক্তকে আটকের চেস্টা চলছে। ঘটনার খবরপেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ স্থানীয় নেতৃবিন্দ হাসপাতালে ছুটে আসেন এবং তার চিকিৎসার খোজখবর নেন।