ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীতে ছাত্র—জনতার তোপের মুখে পালালেন ইউপি চেয়ারম্যান, কার্যালয়ে তালা দিয়েছে বিক্ষুব্দরা। জানা যায়, মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ খায়রুল ইসলাম, সানাউল্লাহ ও আব্দুর রহমানের নেতৃত্বে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শাওন তালুকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ থাকায় তার বিরুদ্ধে ছাত্র—জনতা বিক্ষোভ মিছিল করে। এসময় ছাত্র—জনতার তোপের মুখে সে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে তার কার্যালয়টি তালাবদ্ধ করে দেয় ছাত্র—জনতা।
এর আগে ১২ জন ইউপি সদস্যের মধ্যে ১০জন ইউপি সদস্য ওই চেয়ারম্যানকে অনাস্থা দিলেও সে কোন প্যানেল চেয়ারম্যান নিবার্চন করেননি। নিজের ইচ্ছামতই চালিয়েছেন কার্যক্রম, কাউকেই তোয়াক্কা করতেন না। পরে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পাড়েরহাট ইউনিয়ন পরিষদে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। তবে সভায় ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদারকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে ১১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান কাউকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেনি। ফলে বাধ্য হয়ে ১১ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন বলে জানিয়েছেন নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার।
এ ব্যাপারে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন তালুকদারকে মোবাইল ফোনে কল করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় ।