
পিরোজপুর(ইন্দুরকানি)প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ঘুর্নিঝড় রেমালে ক্ষতি গ্রস্থ পরিবারদের মাঝে
উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কার সিদ্দিকী ত্রান বিতরন করেন।
৩১ মে শুক্রবার সকালে উপজেলার বালিপাড়া ও চন্ডিপুরসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে রিমেলের ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রগী নিয়ে ছুটে যান। উপজেলার দুর্গম রাস্তা পায়েহেটে তাদের হাতে তুলেদন ত্রান সামগ্রী।

তিনি ক্ষতিগ্রস্থ মানুষের দু:খের কথা শুনেন এবং তাদের মাঝে খাদ্য সামগ্রী চাল শুকনো খাবার,ও শিশু খাদ্য বিতরন করেন।তিনি বলেন ঘুর্নি ঝড় রেমেলে যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে তুলনায় সাহায্য অপ্রতুল। তবুও আমরা সাধ্য মত দেয়ার চেস্টা করছি।উপজেলার ক্ষতির পরবমান আমরা উপর মহলে জানিয়েছি, বরাদ্ধ পেলে আমরা সাথে সাথে মানুষের দোরগোড়ায় পৌছে দিব।
এসময় বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু স্থানীয় জন প্রতিনিধিগণ ও অফিসার গন উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কার সি্দিকী বলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব জাহেদুর রহমান স্যারের নির্দেশে আমি উপজেলার দুর্গম এলাকায় অসহায় মানুষর কাছে ছুটে চলছি।সরকারি সহায়তা যেটিকু আমি হাতে পেয়েছি সঠিক ভাবে জনগনের হাতে পৌছে দেয়ার দায়িত্ব আমার। এই চেস্টা অব্যাহত থাকবে।