স্পোর্টস: বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট পেয়েছেন জর্জো স্কালভিনি। তাতে আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়েছেন ইতালির এই ডিফেন্ডার। দেশটির গণমাধ্যমের খবর, তার বদলি হিসেবে দলে ডাক পেতে পারেন ফেদেরিকো গাত্তি। ফিওরেন্তিনোর বিপক্ষে রোববার আতালান্তার হয়ে খেলতে নেমে এই চোট পান স্কালভিনি। বাকি সব ক্লাবের ২০২৩-২৪ সেরি আ মৌসুম ‘শেষ’ হওয়ার সপ্তাহ খানেক পর আয়োজন করা হয় দুই দলের স্থগিত থাকা ম্যাচটি। ঘরের মাঠে ৩-২ গোলে হেরে যায় আতালান্তা। ম্যাচের শেষ দিকে ট্যাকেল করতে গিয়ে চোট পান স্কালভিনি। ৮৪ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় ২০ বছর বয়সী এই ফুটবলারকে। মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে স্পষ্ট ছিল ব্যথার ছাপ। ইতালির বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, স্কালভিনির হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায়ও সেটা ধরা পড়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনিও নিশ্চিত করছেন, স্কালভিনিকে এমআরআই করতে নিয়ে যাওয়ার কথা। স্কালভিনির সেরে উঠতে কত দিন সময় লাগবে, আতালান্তা ও ইতালি দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। আগামী ১৫ জুন আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে শিরোপাধারীরা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্পেন ও ক্রোয়েশিয়া।
https://www.kaabait.com