• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৯
সর্বশেষ :
বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে  মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মোরেলগঞ্জ বিএনপির দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত বাগেরহাটে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, আটক হয়নি কোন ঘাতক রামপালে আ ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান জানালেন নৌপরিবহন উপদেষ্টা মোরেলগঞ্জে বিএনপির দলীয় কোন্দলে সভাস্থলে ১৪৪ ধারা জারি ‘মোংলা হবে বিশ্বমানের নিরাপদ আধুনিক ও স্মার্ট সমুদ্রবন্দর, নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান’ ……… ড. এম সাখাওয়াত হোসেন পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে রিয়ালের জালে তিন গোল দিলো মিলান

ইউটিউব মিউজিকে গান শোনার নতুন কৌশল

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আইটি: অনেক সময় এমন হয় যে পছন্দের কোনো গানের সুর মনে আসছে কিন্তু কথা কিছুতেই মনে পড়ছে না। এমন সমস্যার সমাধান আনল ইউটিউব মিউজিক। গান খুঁজে পাওয়াকে সহজ করতে নতুন সং সার্চ ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে গানের কিছু লাইন গুনগুন করে কিংবা বাদ্যযন্ত্রে বাজিয়ে সেটি খুঁজে বের করা যাবে। নাইনটুফাইভ গুগলের তথ্যানুযায়ী, গত মার্চ থেকে বহুল প্রতীক্ষিত এ প্রযুক্তির পরীক্ষা চালিয়ে আসছে ইউটিউব। বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সার্চ সং ফিচারটি ব্যবহারের জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে মিউজিক অ্যাপের ওপরের দিকে সার্চ বা ম্যাগনিফাইং আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখানে মাইক্রোফোনের পাশে ওয়েবফর্ম বা তরঙ্গের আইকন খুঁজে পাবেন। এই আইকনে ক্লিক করে ব্যবহারকারী গান গেয়ে বা গুনগুন করে সুর শুনিয়ে নির্ধারিত গান খুঁজে বের করতে পারবেন। সার্চের পর নতুন পেজে গানের নাম, শিল্পীর নাম, অ্যালবাম ও কভার আর্ট, প্রকাশের বছর এবং গান বিষয়ে অন্যান্য জরুরি তথ্য দেখতে পাওয়া যাবে।
টেক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সফটওয়্যারটি পিক্সেলের ‘নাউ প্লেয়িং’ ফিচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মূল রেকর্ডিংয়ের সঙ্গে শব্দ মেলাতে পারে। ফিচারটি অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব মিউজিকের ৭.০২ সংস্করণের সার্ভার-সাইড আপডেটে এসেছে। আইওএসে আনার বিষয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও, ভবিষ্যতে এই অপারেটিং সিস্টেমেও ফিচারটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com