বিদেশ : রাশিয়ার কুরস্ক অঞ্চলের তৃতীয় সেতুতে আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে সেতুটি বিধ্বস্ত হয়েছে। রোববার এক ভিডিও বার্তায় মস্কো দাবি করে এই সেতুটিও সিয়েম নদীর ওপরে অবস্থিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাশিয়ার তদন্ত কমিটির একজন প্রতিনিধির একটি ভিডিও বিবৃতি রাশিয়ার রাষ্ট্রীয় টিভি উপস্থাপক ভøাদিমির সলোভিভের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে তৃতীয় সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে রাশিয়ার দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। রোববার সকালে সেইম নদীর ওপরে দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি করে ইউক্রেন। গত ৬ আগস্ট থেকে আন্তঃসীমান্ত হামলার অংশ হিসেবে সেতুগুলো ধ্বংস করছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার রাশিয়ান শহর গøুশকোভোতে একটি সেতুতে আঘাত করে তারা। ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেন, রাশিয়ার সরবরাহ লাইনে বিঘœ ঘটাতেই হামলার পরিকল্পনাগুলো করা হয়েছে। এর ফলে লজিস্টিক সক্ষমতা থেকে বঞ্চিত হতে যাচ্ছে রাশিয়া। হামলার কয়েক ঘণ্টা পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর আগ্রাসনের প্রশংসা করেন। সেই সঙ্গে এই অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণ প্রতিরোধে একটি বাফার জোন তৈরির পরিকল্পনার কথাও বলেছেন তিনি। রাশিয়া ইউক্রেনের পূর্ব ডোনেটস্ক অঞ্চলে এগিয়ে যাওয়ার পর, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ইউক্রেনের মনোবল বাড়াতে সাহায্য করেছে।
https://www.kaabait.com