• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৫
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

ইংল্যান্ড রুটের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে টপকে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। লর্ডসে শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়েন রুট। এতে ভেঙে যায় কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড। রুটের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শ্রীলংকাকে ৪৮৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। জবাবে ৪ উইকেটে ১৩৬ রান করেছে লংকানরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪২৭ রানের জবাবে ১৯৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৩১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫১ রান তুলে শ্রীলংকাকে বড় টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ড। এ টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রান করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ সেঞ্চুরিতে কুককে স্পর্শ করেছিলেন রুট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০টি চারে ১২১ বলে ১০৩ রান করে কুককে টপকে যান তিনি। এক সেঞ্চুরিতে কুককে টপকে যাবার পাশাপাশি আরও অনেক কীর্তিও গড়েছেন রুট। চতুর্থ ব্যাটার হিসেবে লর্ডসের ভেন্যুতে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন তিনি। রেকর্ড সেঞ্চুরি গড়তে ১১১ বল খেলেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরির মধ্যে এটিই দ্রæততম শতক তার। লর্ডসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিকও হয়েছেন রুট। সেই সাথে এই ভেন্যুতে সর্বোচ্চ ২০২২ রান এখন তার। পেছনে পড়ে গেল গ্রাহাম গুচের ২০১৫ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানে কুককে পেছনে ফেলেছেন রুট। কুকের ৬৫৬৮ রান টপকে রুট এখন পর্যন্ত করেছেন ৬৭৩৩। তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করেছেন রুট। ৩৪৮ ম্যাচে ৫০ সেঞ্চুরি আছে তার। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। ২০২১ সালের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরি করেছেন রুট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com