• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৬
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

আসিফ ডন রূপে হাজির

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

বিনোদন: বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। যুগের পর যুগ ধরে তিনি উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় সব গান। সেই ধারাবাহিকতায় এবার ঈদে আসিফ শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান। যেটি ঈদের দিন সন্ধ্যায় শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের গানে একজন ডনের ভ‚মিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় বন্দুক হাতে একজন আসিফের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্র্ধষ সব অ্যাকশন। কন্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিতে ডনের ভ‚মিকায় অভিনয় করেছেন আসিফ। এর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন দর্শকদের। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় সিনেমা নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল-অভিনেত্রী জেবা জান্নাতকে। গø্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার। দ্য লাস্ট ডন গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে স্মিতা রক্ষিত। এ ছাড়া র‌্যাপে কণ্ঠ দিয়েছেন হৃদয়, নাফি ও লিল বø্যাক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com