• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১০

আসিফের প্রথম গান অনুরাধার সঙ্গে

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

বিনোদন: উপমহাদেশের নন্দিত শিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে গাওয়া গায়ক আসিফ আকবরের যৌথ গানটি মুক্তি পেয়েছে। গানের শিরোনাম ‘চিরদিনের জীবন সঙ্গিনী’। এটি আসিফ-অনুরাধার প্রথম দ্বৈত আয়োজন; যা এরইমধ্যে একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ দুই শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এর আগে ১৫ মে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্স থেকে গানটি প্রকাশ করা হয়। ‘চিরদিনের জীবন সঙ্গিনী’-এর গীতিকথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সাবাহ বশির ও শিল্পী আসিফ নিজে। প্রযোজনা করেছে ফরাসি প্রতিষ্ঠান বিলিভ আর্টিস্ট সার্ভিসেস। এ বিষয়ে আসিফ বলেন, ‘যে বয়সে মানুষ গান থেকে সরে যায়, সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি। আমার ডেডিকেশন লেভেল আলাদা। আমি যখন কাজ করি, সিরিয়াসলি করি। মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি। অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে সেগুলো আমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে।’ স¤প্রতি ভারতের মুম্বাইয়ে গিয়ে গানটিতে কণ্ঠ দেন আসিফ। আর অনুরাধা পাড়োয়াল আগেই কণ্ঠ দিয়ে রেখেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com