• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮

আলজারি জোসেফ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’ খেলা। তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে যে দল জিতবে তাদের হাতেই উঠবে ট্রফি। এমন ম্যাচে পাড়ার ক্রিকেটের মতো আচরণ করলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। অধিনায়ক শাই হোপের সঙ্গে রাগ করে একাধিকবার মাঠ থেকে উঠে গেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সহজেই জিতলেও জোসেফের আচরণের কারণে ক্ষুব্ধ হন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ম্যাচের পরই এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। জোসেফের উদ্ভট আচরণকে স্যামি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এবার সেই ঘটনার জন্য শাস্তিও পেতে হলো জোসেফকে। অপ্রত্যাশিত ঘটনার জন্য জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কোন সংস্করণে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সেটি অবশ্য স্পষ্ট করে জানায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ওয়ানডে সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আজ শনিবার হবে প্রথম টি-টোয়েন্টি। জোসেফের শাস্তির কথা জানিয়ে সিডব্লুআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’ নিষেধাজ্ঞার পাশাপাশি নিজের আচরণের জন্য ক্ষমাও চাইতে হয়েছে জোফেসকে। ক্যারিবিয়ান পেসারের ক্ষমা চাওয়ার বিষয়টিও বিবৃতির মাধ্যমে জানিয়েছে বোর্ড। জোসেফ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।’ বার্বাডোসের স্থানীয় সময় গত বুধবার কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ইংল্যান্ড। ইংলিশদের ইনিংসের সময়ই ঘটে ওই ঘটনা। ফিল্ডিং সাজানো নিয়ে শাই হোপের উপর ক্ষোভ দেখান জোসেফ। অধিনায়কের সঙ্গে মতের অমিল হওয়ায় একাধিকবার মাঠ থেকে বেরিয়ে যান জোসেফ। প্রথমবার মাঠ ছাড়েন ইনিংসের চতুর্থ ওভারের পর। ওই ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের ব্যাটার জর্ডন কক্সকে আউট করে সতীর্থদের সঙ্গে উদযাপনও করেননি জোসেফ। ওভার শেষ করেই ডাগআউটে চলে যান তিনি। জোসেফকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন কোচ স্যামি। পঞ্চম ওভারে এই ক্যারিবিয়ান পেসার মাঠে ফেরত না আসায় ১০ জন নিয়ে ফিল্ডিং করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ইনিংসের ষষ্ঠ ওভারে পুনরায় মাঠে প্রবেশ করেন জোসেফ। ১২তম ওভারে এই পেসারের হাতে আবারও বল তুলে দেন অধিনায়ক। ওই ওভারে দুটি মিসফিল্ডিং ও ওভারথ্রোতে ইংল্যান্ড দুটি রান করলে ফের ক্ষোভ দেখিয়ে মাঠ থেকে চলে যান তিনি। পরে আবার ফেরত এসে ১০ ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন জোসেফ। ক্যারিবিয়ান এই ক্রিকেটার আচরণ দেখা মনে হতেই পারে, এ যেন আন্তর্জাতিক ক্রিকেট নয়, যেন পাড়া-মহল্লার খেলা। জোসেফের এই আচরণ নিয়ে সমালোচনা শুরু হয় দেশটির ক্রিকেটে। অবশেষে সেই ঘ্টনার দায়ে নিষিদ্ধ হতে হলো ক্যারিবিয়ান পেসারকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com