স্পোর্টস: বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন সাগর ইসলাম। আর্চারিতে ভালো কিছু করবেন এমন প্রত্যাশাই ছিল বাংলাদেশি আর্চারের কাছে। তবে বুধবার প্রথম রাউন্ডে খেলতে নেমে হতাশ করেছেন সাগর। শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলামের মতো শুরুতেই বাদ পড়েছেন তিনি। ইতালির মাউরো নেসপলির কাছে সরাসরি ৬-০ পয়েন্টে হেরেছেন তিনি। সাগরকে ৩০-২৭, ২৭-২৬, ২৮-২৫ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ এ জায়গা পেয়েছেন নেসপলি। সবশেষ অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জিতেছিলেন ইতালির এই আর্চার।
https://www.kaabait.com