আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজা থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার শহরটির বিভিন্ন বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের মরদেহ ইতোমধ্যে ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। মৃত পাঁচজন হলেন, রাভিদ কাটজ (৫১), ওরেন গোল্ডিন (৩৩), মায়া গোরেন (৫৬), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯) এবং স্টাফ সার্জেন্ট টোমার ইয়াকভ আহিমাস (২০)। আইডিএফ জানায়, উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একজন মায়া গোরেন (৫৬), যিনি একটি কিন্ডারগার্টেনের স্কুল শিক্ষক। তিনি ইসরায়েলের নির ওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি চার জন ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য। গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সময় নিহত হয় এই পাঁচজন। তখন এদের মরদেহগুলো নিয়ে গিয়েছিল হামাস সদস্যরা। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সংস্থা গতকাল বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, আইডিএফের ৯৮তম ডিভিশনের অধীনস্থ বিশেষ বাহিনী এবং শিন বেত এজেন্টের সেনারা গত বুধবার খান ইউনিসে এই পাঁচজনের মরদেহ খুঁজে পায়। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের হামলায় সে সময় ইসরায়েলে নিহত হয় অন্তত ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭ অক্টোবর থেকে অন্তত ৩৯ হাজার ১৪৫ জন নিহত এবং ৯০ হাজার ২৫৭ জন আহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।
https://www.kaabait.com