• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৬

আমিরকে নিয়ে অনিশ্চয়তা

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪

স্পোর্টস: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের। এর মধ্যে পরশু সকালে আয়ারল্যান্ড পৌঁছেও গেছে পাকিস্তান। তবে ভিসা জটিলতায় আটকে ছিলেন মোহাম্মদ আমির। যদিও আমিরের ইংল্যান্ডের নাগরিকত্ব আছে। ব্রিটিশ স্ত্রীর সূত্র ধরে আগেই ইংল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব পান এই বাঁহাতি পেসার। তারপরও ইংল্যান্ডের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডে আমিরের ভিসা জটিলতা অবাক করাই ছিল বটে। ২০১৮ সালে পাকিস্তান হয়ে আয়ারল্যান্ড সফর করার অভিজ্ঞতাও আছে আমিরের। শেষ পর্যন্ত অবশ্য জটিলতা কেটেছে। গত বৃহস্পতিবার আমিরের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। তবে এদিন ডাবলিনে প্রথম টি-টোয়েন্টির আগে এই বাঁহাতি পেসার দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কি না তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। সে ক্ষেত্রে অবশ্য পরের দুই ম্যাচ হাতে থাকছে। এক দিনের বিরতি দিয়ে একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি। শেষটিও একই ভেন্যুতে আগামী ১৪ মে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com