• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫

আমলা বাণী

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মাহফুজ রেজা
আমলারা কন ছায়ায় থাকুন
ঢিলে ঢালা পোশাক পড়ুন,
পাবলিকে কয় থাকলে ছায়ায়
কি খাবো?যুক্তি ছাড়ুন।
কামলা যদি থাকে ঘরে
আসবে টাকা কেমন করে?
রিকশা ওয়ালা রিকশা ছেড়ে
থাকবে ছায়ায়,আরাম করে
বৌ বাচ্চা আঙুল চুষে
না খেয়ে তো মরবে ঘরে।
সস্তা কথার রঙিন ফানুস
বাতাসে তে উড়ায় মানুষ
কত ধানে কত যে চাল
সেই তো বুঝে যে বেসামাল
তাই তো বলি উপদেশ নয়
যা’তে লোকের মঙ্গলই হয়
তেমন কিছু পারলে করুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com