• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫১

আফ্রিকার উগান্ডা প্রথমবার খেলতে আসছে

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

স্পোর্টস: ২৬ মে থেকে ৪ জুন ১২টি দেশ নিয়ে ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্টে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের চতুর্থ আসরের শুরুতে শক্তিশালী পাকিস্তানের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তাদের জায়গায় প্রথমবার আফ্রিকার উগান্ডা খেলতে আসছে। এই আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলবে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। প্রথমবারের মতো অংশ নেবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। ১২ দল চ‚ড়ান্ত করা নিয়ে কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগবলেছেন, ‘মূলত ভিসা জটিলতার কারণে পাকিস্তান দল খেলতে আসতে পারছে না। ওদের বেশিরভাগ খেলোয়াড় সার্ভিসেস দলে খেলে থাকে। তাই এখানে এসে খেলা কঠিন।’ পাকিস্তানের বদলে আফ্রিকার নতুন শক্তি উগান্ডাকে আসতে যাচ্ছে। যদিও দলটি এখনও বিশ্বকাপে খেলেনি। তবে আফ্রিকার দলগুলোর মধ্যে ভালো করছে বলে নেওয়াজ সোহাগ বলেছেন, ‘কেনিয়ার পর উগান্ডা কাবাডিতে ভালো করছে। তাই আমরা পাকিস্তানের জায়গায় তাদের আনছি। এ ছাড়া আমাদের কাছে বিকল্প তেমন ছিল না। কাছাকাছি অন্য যে দলগুলো আছে, তারা সেই মানের নয়। আমরা চাই যেন টুর্নামেন্টেটি জমজমাট হয়।’ ২৩ ও ২৪ মে বিদেশি দলগুলো ঢাকায় আসবে। ২৫ মে হবে ম্যানেজার্স মিটিং। এরই মাধ্যমে গ্রæপিং ও ফিকশ্চারও হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com