• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫১

আফগানিস্তানে তিন স্প্যানিস পর্যটকসহ চারজনকে গুলি করে হত্যা

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বামিয়ান প্রদেশে তিন স্প্যানিস পর্যটক এবং দেশটির এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবারের এ ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তালেবান সরকার ক্ষমতা গ্রহণ এবং দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর পর্যটকদের ওপর হামলার এটিই সবচেয়ে গুরুতর ঘটনা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিকমাধ্যম এক্সে লেখেন, স্পানিশ পর্যটকের মৃত্যুর খবরে তিনি বিপর্যস্ত। স্পেনের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, কনস্যুলারের জরুরি দলকে মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যায় জড়িত থাকার দায় এখনও কেউ সরকার করেনি। এর আগে গত শুক্রবার সকালে তালেবানের তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, চারজন বিদেশি এবং তিন আফগান নাগরিক হামলায় আহত হয়েছেন। তিনি ওই সময়ে বিদেশিরা কোন দেশের নাগরিক তা উল্লেখ করেননি। আফগানিস্তানের অন্যতম দর্শনীয় স্থান বামিয়ান। পাহাড় ঘেরা এই অঞ্চল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পর পর গুলির শব্দ শুনতে পেলাম। এ ঘটনার পর পর্যটন এলাকার প্রধান সড়কে প্রতিবন্ধকতা বসিয়ে তল্লাশি শুরু করেন নিরাপত্তা কর্মীরা।’ ২০২১ সালে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার করে এবং স্বল্প পরিসরে দেশটি ভ্রমণে পর্যটকদের উৎসাহী করে আসছে। পর্যটককে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তালেবান সরকার। এক বিবৃতিতে মুখপাত্র আবদুল মতিন কানি বলেছেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জড়িতদের ধরে শাস্তির মুখোমুখি করা হবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com